বন্ধুত্ব
ড. মানসী দাস
বন্ধুত্ব মানে
অর্থহীন ধ্বনির সাথে
বর্ণের শব্দ বন্ধন |
বন্ধুত্ব মানে
বেতাল জীবনের গানে
সুরের মূর্ছন ||
বন্ধুত্ব মানে
শব্দহীন স্রোতের আড়ালে
না বলা কথার আলাপন ||
বন্ধুত্ব মানে
শ্রাবণের ধূসর আকাশে
রঙধেনুর অবাধ বিচরণ ||
বন্ধুত্ব মানে
ছন্দহীন কবিতার প্রাণে
অমিত্রাক্ষরের মিলন ||
বন্ধুত্ব মানে
মেঘলা দুপুরে আনমনে
স্মৃতির আস্বাদন ||
বন্ধুত্ব মানে
অতীতকে পাশে রেখে
চলমান বর্তমান ||
বন্ধুত্ব মানে
বয়ে চলা বর্তমানের সাথে
ভবিষ্যতের সঞ্চয়ন ||
বন্ধুত্ব মানে
বাস্তবতার শীতল গহ্বরে
প্রাণের উষ্ণ প্রস্রবণ ||
বন্ধুত্ব মানে
বিতৃষ্ণার অন্ধকার শেষে
ভালোবাসার টান ||
বন্ধুত্ব মানে
জীবন মৃত্যুর সংগ্রামে
স্বার্থহীন অস্তিত্বের সম্মান ||