শিল্পিত ভাষার পথিকৃৎ কাব্যিক হৃদয়ে কবি সুমিতা বর্ধনের কবিতা ”সেই মেয়েটি”

42
হৃদয়ে কবি সুমিতা বর্ধনের কবিতা '''সেই মেয়েটি ''

সেই মেয়েটি
সুমিতা বর্ধন

সমুদ্র ভালোবাসে মেয়েটি
সেই ছোট্ট বেলা থেকেই
প্রাণচঞ্চলতা যেনো তার জন্ম জরুল,
বাবার হাত ধরে গিয়েছিলো
পুরি না যেনো দীঘার সমুদ্র সৈকতে
সেখানে কি যেনো একটা মিল খুঁজে পেয়েছিলো
সমুদ্রের সাথে তার।
সেই থেকেই ভারি সখ্যতা
সমুদ্রের সাথে মেয়েটির,
স্বপ্ন দেখে দেখে রোজ গুনে
সমুদ্রের প্রতিটি ঢেউ
আর সেই ঢেউ এ পা ভিজিয়ে
প্রাণ ভরে নি:শ্বাস নেয় মেয়েটি ,
দিন মাস বছর পেরিয়ে আজ কেমন যেনো আর
মিল খুঁজে পায়না
সমুদ্রের সাথে নিজের,
সমুদ্র আর মেয়েটি
হারিয়ে গেছে সখ্যতাও,
খটখটে রোদের তাপে আজ যখন সমুদ্র তার গতি হারিয়েছে
তখনি কে যেনো এক তোরা ফুল হাতে বলে
“ভালোবাসি তোমায়”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here