শব্দের যোদ্ধা-কবি মাহবুবা আখতারের কবিতা“নিশুতি রাইতের চিঠি’”

17

‘নিশুতি রাইতের চিঠি’
মাহবুবা আখতার

রোজ নিশুতি রাইতে চিঠি লিখি আমি স্বপ্নভুক,
বুকখোলা আকাশে ভাসিয়ে পাঠিয়ে দিই চাঁদের দেউড়িতে।
চাঁদ ছুঁয়ে রাখে চিঠির শরীর ভালোবাসার অথই ভাসানে।
মন খারাপের গোপন অসুখ গুঁজে রাখি বুকের খাঁজে,
‘অসুখ’ পলাতক স্মৃতির ধারাপাতে নামতা পড়ে ভুল উচ্চারণে।

এলোমেলো ভাবনার জলে সাঁতরে সাঁতরে ফেরা হয়না
স্মৃতির উজান স্রোতে।
স্মৃতির কোন্দরে রুয়ে রাখি সুখ স্পর্শের বিষাদ বৃক্ষ,
সময়ের স্রোতের মোহনায় বসে স্বপ্নভুক স্মৃতির ভায়োলিন
বাজিয়ে ঠিকানা খুঁজে ফিরি অজানা অচেনা গন্তব্যলোকে।

স্বাপ্নিক বসতির খোঁজে ঠোঁট ডুবিয়ে অন্ধকারের বলয় ছিঁড়ে
লিখে যাই জীবনের পাণ্ডুলিপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here