ঢাকা প্রতিনিধি: গত বুধবার অনুষ্ঠিত হলো সাহিত্য সংগঠন বাংলাদেশ সাহিত্য পরিষদ এর ইফতার মাহফিল। ইফতার মাহফিল এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত কবি বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যধারা সাহিত্য সংসদের চেয়ারম্যান কবি ক্যামেলিয়া আহমেদ,কবি অধ্যক্ষ নূরে এ খান,সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ মাসুম বিল্লাহ।
বিশিষ্ট আবৃত্তিশিল্পী সৈয়দ আল জাবের অনুষ্ঠানটি সঞ্চালানা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা শরৎ গবেষক হাসিনা ইসলাম সীমা,উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাঈম মাহমুদ মিথেল।
অনুষ্ঠানে বিশিষ্ট কবিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
কবি জেসমিন জাহান জুঁই,কবি আসাদ উল্লাহ,কবি দিলরুবা জাহান মলি,কবি মাহমুদ তালুকদারসহ আরো অনেকে।
পবিত্র রামাদান উপলক্ষে ইসলামি সাহিত্য চর্চাকে অনুপ্রাণিত করতে বা.সা.প এর পক্ষথেকে আয়োজিত ইসলামি সাহিত্য উৎসবে অংশগ্রণ করা কবিদের পুরস্কৃত করা হয়।