বাবার শূন্যতা
–মিনু আহম্মেদ
লন্ডন হইতে
<৹><৹><৹><৹><৹><৹><৹><৹>
আজ বাসে বসে আছি
মার্কেটে যাচ্ছি।
একটু যেতেই একটি সিট খালি হলো,
আমার পাশের সিটটা
এক জন বিদেশি এসে বসলো।
পুরুষ মানুষ একটু পর পর টাস লাগছে
কেমন জানি লাগছে
বলে বুঝাতে পারবো না।
রোজার দিন মনে হচ্ছে আমার শরীর টা
অপবিত্র হয়ে যাচ্ছে।
আমি বার বার দূরে চেপে যাচ্ছি ।
হয়তো ভদ্রলোক বুঝতে পারছে।
মিনিট দশেক পর ।
এক জন বয়স্ক লোক উঠলো গাড়িতে
টুপি মাথায়,
হাতে লাঠি অন্য হাতে কিছু খাবার
বিদেশি ভদ্রলোক সিট খালি করে ঐ বয়স্ক লোক কে বসতে দিলো ।
বুড়ো আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে
আমি ও তাকিয়ে দেখলাম।
লোকটিকে দেখে আমার বাবার কথা মনে পড়লো
বয়স্ক লোকটার ছুঁয়ার মধ্যে আমি আমার বাবার ছুঁয়া
অনুভব করলাম।
বয়স্ক লোকটার হাঁটু আমার হাঁটুতে লেগেছিল
কেমন যেন আমি হারিয়ে ফেলেছিলাম আমার বর্তমান
আমি অতীতে ফিরে গেলাম।
মনে হচ্ছিল আমি আমার বাবার পাশে বসে আছি
বাবার কথা ভাবছি
চোখ দুটি নোনা জলে ভাসছে।
লোকটি আমার দিকে তাকিয়ে আছে
আমি ও তাকিয়ে দেখলাম আর ভাবছিলাম
বাবা যদি আজ আমার পাশে থাকতো
আজ যদি লন্ডন শহর টা বাবার হাত ধরে
ঘুরতে পারতাম।
আজ যদি বাবার সাথে মার্কেটে যেতে পারতাম
আজ আরো এক বার বাবার শূন্যতা অনুভব করছিলাম বাসে বসে!
বাবা তুমি কোথায় হারিয়ে গেলে।
অসাধারণ মুগ্ধতায় ভরে গেলো মন ।