বারুদ
অর্ণব আশিক
তোমার কামুক ঠোঁট দেশলাইয়ের কাঠি
শরীর জুড়ে পুষে রাখে বারুদ
আমি পুড়ে ছাই হবো
কখন দপ করে জ্বলে উঠবে তুমি।
সমুদ্রের জল নিয়ে বসে আছি
মাঝে মাঝে ঢিল মেরে দেখি
তোমার রক্তে আগুন কতটুকু জ্বলে
আমাকে পোড়াও কতটুকু কামনার হোমে।
আমি পদধ্বনি শুনি কম্পিত ঠোঁটের
নোনাপানির স্বাদ আমাকেও মোহিত করে।
কি জাদু জানে তোমার শরীর
আমার পৌরুষ পুড়ে পুড়ে ছাই
আসো আজ আগুনে আগুন জ্বালি
জলে জলে মিশে জলকে তাতাই
বারুদে বারুদ ঘসি, বিধ্বস্ত হই দু’জনে
শরীরে শরীরে জ্বালাই আগুনের শিখা।