তারুণ্যের কবি বেবী আফরোজ এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “নীল স্বপ্ন ”

709
তারুণ্যের কবি বেবী আফরোজ

নীল স্বপ্ন

                   ,,,, বেবী আফরোজ

দহনহীন ইন্দ্রধনুর স্বপ্ন
নীল আকাশের সোনালী নেশার
লাল সবুজের রাঙা স্পর্শে
রঙিন করেছে,
নিরক্ত মনের শৈল্পিক বিস্মৃতি খাঁচার,
ধূসর গর্ভগৃহ।
ছোট ছোট কষ্টগুলো ধুম্রকুঞ্জ হয়ে,
খাড়া পাহাড়ের মতো অবিচল হতে থাকে,
মনটাকে কাঁদানোর জন্য।
বুকের ভিতরের ছোট্ট নরম মাংসপিণ্ডটা,
প্রচন্ড জোরে হুহু করে কেঁদে
উঠে।
স্বপ্ন কি! কিংবা দুঃস্বপ্ন?
তোমার হৃদয়টা কেমন?
বর্ণ কি!
কালো নাকি সাদা!
তোমার শান্ত নীল হৃদয়ের
প্রতিটি স্বচ্ছ স্পন্দনে,
আমার নাম ডেকে ঋণী করেছো আমায়,
আজীবন।
গোধুলির শেষ বিকেলে
প্রচ্ছন্ন আকাশটা,
ধীরে ধীরে দূরে মিলাতে থাকে,
এক অজানা নীল নেশায়।
স্বচ্ছ সত্যটা এবার উঁকি দিতে থাকে,
নিঃস্তব্ধ নিরবতায়,
মনের স্নিগ্ধ আলোর গভীরে ;
হারানো সবুজ শৈশব কিংবা
লাল যৌবন, এতোটাই নিষ্ঠুর,
আর ফিরে না।
শত শত পথের দূরত্বে দাঁড়িয়ে
মিটি মিটি, খিল খিল করে হেসে উঠবে,
ভেংচি কাটবে,তবু আর ফেরা নয়।
তাই সেই মুহূর্তেই যখন
প্রথম দেখা,
নীল আর লালের স্পর্শে
মরুপ্রান্তরে স্বপ্ন এলো।
হলুদ যেনো আলোতে এলো,
কালো অন্ধকারের জরাজীর্ণ ফ্যাকাসে রংটাকে,
স্বপ্নবিলাসী দু’টি মন,
সবুজ হাসির ঝংকারে
রাঙিয়ে দিলো,
বেদনাহীন বিদায়ের রঙে।

লেখক পরিচিতি : বেবী আফরোজ
সিনিয়র সহ-সভাপতি (বা.সা.প)
কবি ও সংস্কৃতিকর্মী।

2 COMMENTS

    • প্রিয় পাঠক,

      আপনি আপনার লেখা (গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ/ নিবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্যরচনা) আমাদের কাছে ইমেইলে (feature@doinikalap.com) পাঠাতে পারেন। পর্যালোচনা কমিটির দ্বারা সংক্ষিপ্ত পর্যালোচনার পর আপনার লেখা যতো দ্রুত সম্ভব প্রকাশের ব্যবস্থা করা হবে।

      -ধন্যবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here