ওপার বাংলার সাম্য দর্শনের কবি উৎপলেন্দু পাল এর কবিতা “হয়তো প্রলাপ বকছি ”

429
ওপার বাংলার সাম্য দর্শনের কবি উৎপলেন্দু পাল এর কবিতা “হয়তো প্রলাপ বকছি ”

হয়তো প্রলাপ বকছি

                                     উৎপলেন্দু পাল

পুরোনো নৈতিকতা গুলো ছেঁড়া পতাকার মতো
কবেই ছুঁড়ে ফেলে দিয়েছি রাস্তার ডাস্টবিনে

উত্তরাধিকার সূত্রে পাওয়া বিরল করুণাটুকু
ভাঁজ করে তুলে রেখেছি সেফটি লকারে

পতাকা দন্ডে লটকে থাকা ছেঁড়া পতাকার মতো
সর্বদা দোদুল্যমান আমার বিকলাঙ্গ বিবেক

সংক্রমণের কবলে পড়ে আমার মুমূর্ষু মানবিকতা
বর্ম বস্ত্র পরে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here