।।বীণার ঝঙ্কারে।।
কাকলি ভট্টাচার্য্য মৈত্র
তবুও সারারাত জেগে থাকা চাঁদটা হারিয়ে যায়,
ভোরের আকাশে
তবুও ফল্গুর গোপনে বিচরণ, মাটির গভীরে—
সপ্তকল্প প্রবাহিনী নর্মদা আজও বয়ে যায়
…তোমার অপেক্ষায়
শিশিরে কুলকুচি সেরে, নতুন সূর্যের আলোয় স্নান করে
জগৎ বন্দনায় মেতে ওঠে দূর্বাঘাস
বৃক্ষ বনরাজী
তোমার অপেক্ষায়….