ছুঁয়ে যায় ইতিহাস
শিখা গুহ রায়
খুব ক্লান্ত, হাঁটছি তো হাঁটছি
কে যেনো পেছন থেকে দেখছে
হাত বাড়াই তবুও ছুঁতে পারিনা
আমার ছায়াকে।
নিছক প্রেমসঙ্গীত নয়
ছলনা করে আমার সাথে
কাছে আসে আবার দূরে যায়,
যেমন করে ফুলের চিবুকে,মৌমাছি ছোঁয়।
ঠোঁট সেখানে পালন করে
নিষ্ঠুর নিস্তব্ধতা,
আমি ভাঙি, বারবার ভাঙি
ইচ্ছে করে ভাঙা গড়ার খেলায়
আবার নতুন করে শুরু করি।
তোমার স্মৃতি দাঁড়িয়ে থাকুক
আমার আঙিনায়,
ভালবাসাহীন জীবনের ওপারে,
যা নির্মাণে ইট বালু আর সিমেন্ট
কেবল ছুঁয়ে যায় ইতিহাস।
Home শিল্প-সাহিত্য কবিতা ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি ও কথাসাহিত্যিক শিখা গুহ রায়’র...