অনন্ত অণুজীব
জেসমিন জাহান
কী আশ্চর্য থমথমে চারদিক!
শহরটার আজ কী হলো যে,
সবাই ছুটছে দিগ্বিদিক।
গাছের ছায়ায় উদাস বাতাস
হঠাৎ থমকে গেছে
ক্লান্ত পথিক এই অবেলায়
ঠায় দাঁড়িয়ে মিছে।
কী হলো! কোথায় গন্ডগোল?
জটলা গুলো যাচ্ছে ভেঙে
পাইনা খুঁজে মূল।
অলিগলি খুঁজে বেড়াই
নেই খবরের দেখা
খবরটা কি গেছে উড়ে
লাগিয়ে যাদুর পাখা?
অবশেষে একটু গেলো জানা!
উহানের এক বর্ণচোরা অতর্কিতে
দিলো এমন হানা।
আতঙ্কিত ছুটছে মানুষ
বলছে সবাই পালা
কারাগারের নেই প্রয়োজন
ঘরই বন্দীশালা।
বাছ-বিচারের নেই তো বালাই!
নিত্যই প্রাণ যাচ্ছে ঝরে
কোথায় বলো পালাই?
একটু থামো ও ভাই, শোনো
পালিয়ে কোথা যাবে
সতর্কতার মাঝেই জেনো
নির্ভরতা পাবে।
এসো স্রষ্টাপ্রেমে হৃদয় কা’বা গড়ি
মনে প্রাণে হে দয়াময়,
তোমায় স্মরণ করি।
বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে
ভয়াল কালো থাবা
আর খেলো না এবার থামাও
জীবন বাজির দাবা।