” উদাসীনতায় ঝরছে জীবন “
হামিদা পারভিন শম্পা
মনের পেন্সিলের আঁচড়ে আঁকছি
সুখের সেই অংশবিশেষ,
অভিমানের মেছুনীতে মুছে দিচ্ছি
নাম, অস্তিত্বের শেষাংশ।
সভ্যতা বিলুপ্ত হউক বা না হউক
আমাদের বিলুপ্তি অনিবার্য।
তোমাদের অবহেলা আর আদিখ্যেতায়
মৃত্যুর দুয়ার দোদুল্যমান।,
তোমাদের মূর্খতামীর ফসলে
বাংলার আনাচে কানাচে ছয়লাব !
প্রিয়জনের মুখটি ভাবোনি একটিবার
খামখেয়ালীতে মজেছো বারংবার।
বুকে জড়ানো ছোট্ট শিশুটি
কি অপরাধ ছিল তার?
তোমাদের উদাসীনতায় কোরবানি দিলে
অভিমানে ঝরে পড়লো সে।
মৃত্যু আজ তামাশা করছে
খেলছে নিত্য নতুন খেলা,
করোনার হিংস্র থাবায়
সারা বাংলা দিশেহারা।