আমাকে বলো
বিশ্বজিৎ কর
ধরো, আমি বৃষ্টি হ’লাম তোমার জন্য-
ভিজবে তুমি, বেহিসেবি উন্মত্ততায়?
ধরো, আমি কুয়াশা হ’লাম তোমার জন্য-
গায়ে মাখবে তুমি, বাঁধনছাড়া উচ্ছ্বলতায়?
ধরো, আমি পাখি হ’লাম তোমার জন্য-
গান শেখাবে আমায়, উদাসী বাউলের সুরে?
ধরো, আমি নিষ্ঠুর হ’লাম তোমার জন্য-
ক্ষমা করবে তুমি, নিঃস্বার্থতার সংলাপে?
ধরো, আমি কবিতা লিখলাম তোমার জন্য-
পড়বে তুমি, বাঁধভাঙা কামনার স্রোতে?
ধরো, আমি চলে গেলাম ওপারে আমার জন্য-
কাঁদবে তুমি, সব হারানোর অনন্ত বেদনায়?