“বেলা শেষের গল্প ” লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলমযোদ্ধা সাহানুকা হাসান শিখা ।

361
“বেলা শেষের গল্প ” লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলমযোদ্ধা সাহানুকা হাসান শিখা ।

বেলা শেষের গল্প

                  সাহানুকা হাসান শিখা

এখনও তো বেলা হয় নি শেষ,
নামে নি আঁধার।
তবে কেন তুমি যাচ্ছ চলে
ঠিকানা অকূল পাথার।

কে ডাকিবে আর তোমায় বারবার
এ জগতে কেউ কি কার।
এসেছো একা,যাবে একেলা
সবাই তো যার যার।

অসময়ে যদি জমাও পাড়ি,
গাড়ি বাড়ি টাকা কড়ি।
সবই তো রয়ে গেল পৃথিবী জুড়ি
কোথায় তোমার উত্তরসূরি?

কেউ চিনে না তোমায়,কে তুমি
অচিন পুরের বাসিন্দা।
যতই করো ভালো কাজ,পরাবে না তাজ
কেবলই করবে নিন্দা।

ধরনীর সাথে যাবে মিশে,দেহ অবশেষে
বলবে লোকে লাশ,
অনেকেই কিন্তু বলবে অলীক কথা
আমাদের ছেড়ে কোথায় যাস ?

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here