কবি নাসরিন জাহান মাধুরী এর কবিতা “ঘাসফুল”

509
কবি নাসরিন জাহান মাধুরী এর কবিতা “ঘাসফুল ”

ঘাসফুল

————-
নাসরিন জাহান মাধুরী

আমার থেমে যাওয়াটাকে হেরে যাওয়া ভেবোনা
হয়তো একটু থেমে যাই চলতে চলতে
তুমি যাতে এগিয়ে যাও পাশ কাটিয়ে
আমি হয়তো মুগ্ধ চোখে আকাশ দেখে
থমকে দাঁড়াই
ফুলের গন্ধে থমকে দাঁড়াই
হয়তো বা রোদেলা দুপুর থমকে দেয়
পাথুরে নদীর খরস্রোত থমকে দেয়
পাহাড়ি আঁকাবাঁকা পথ আমাকে থমকে দেয়
আমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিনা
তোমার ছুটে চলা দেখি আকাশের পানে
মুখে মৃদু হাসি নিয়ে..
তাইতো মাটির কাছাকাছি আমার ধীরে চলা
মাটিতেই মিশে রবো
বুনো ঘাস, ঘাস ফুল হবো
কোন পথভোলা পথিক থেমে দাঁড়াবে ভুল করে
ছুঁয়ে যাবে শিশির ভেজা ঘাসফুল পরম মমতায়।
আমি না হয় ঘাস ফুল হয়েই আকাশকে দেখবো দূর থেকে বিশাল আকাশকে
কখনো আকাশ হবো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here