বিচ্ছেদের স্বরলিপি
পিয়ালী ঘোষ ।
খসে পড়েছে সময়ের পলেস্তারা
বড়ই অচেনা আজ চেনা স্পর্শরা,
উপেক্ষার সরোবরে ডুবেছে প্রেম
ধূসর ছবিতে আলগা ফ্রেম ।
জীর্ণ তানপুরায় বিচ্ছেদের স্বরলিপি ।
যন্ত্রণার আগুনে পুড়ে যায় পাণ্ডুলিপি ।।
আলগা হয়েছে বাহু বন্ধন
বিবর্ণ চুম্বনে ভালোবাসার নির্বাসন ।
ভেঙ্গেছে মোহ ,খসেছে বাকল
ভেজা চোখ মেখেছে দাবানল ।
ভালোবাসার কাঙ্গালপানায় সমর্পণের অঙ্গীকার
দূরত্বের আগুনে পুড়ে ছারখার ।
শরীরের কার্নিশ জুড়ে খাজুরাই কারুকাজ ,
নিখাদ ভালবাসা আজ বদলেছে তার সাজ ।
গিরগিটি প্রেম রঙ বদলায়
চেনা মন পথ ভুলে যায় ।
মুখোশ নাড়ায় মনের আগল
বদল হয় মুখের আদল ।
তাই দামাল নদীটিও থেমে যায়
উচ্ছল ঝরনাও হাসতে ভুলে যায় ।
একলা শ্রাবন কেঁদে যায়
বিষন্ন শারদ মেঘেদের জলসায় ।
তবুও মনের উঠোন জুড়ে ,
সেই চেনা মুখ উঁকি মারে ।
শপথ নেয় নতুন করে ,
কষ্ট পাবো ,তবু ভালবাসাকে রাখবো ধরে ।