সমাজ সভ্যতার কবি-রহিমা আক্তার রীমা এর অনুভূতির কবিতা“অকৃতজ্ঞ ”

450
সমাজ সভ্যতার কবি- রহিমা আক্তার রীমা এর অনুভূতির কবিতা “অকৃতজ্ঞ ”

অকৃতজ্ঞ

 রহিমা আক্তার রীমা

করোনা আতঙ্কে অনুশোচনায়-অনুতাপে মানুষগুলো
পানাহ চেয়েছে সৃষ্টিকর্তার কাছে,
হঠাৎ চুপসে লেজ গুটিয়ে বসেছিলো ঝুপড়িঘরে।
মনে-মনে কতো ওয়াদা এবার যদি বেঁচে যাই
পালন করবো ধর্মের সকল নিয়ম-কানুন,
ফিরবো না আর অনৈতিক পাপাচারের বাজারে।
হবো না আর অমানবিক বিলিয়ে দিবো অসহায়ে
গড়বো না আর বিত্ত-বৈভবের অবৈধ পাহাড়।

কিন্তু পরিস্থিতি স্থিতিশীল ভেবে সয়ে গেছে যেন
তাই অক্টোপাসের মত লেজগুলো ছড়াতে শুরু করলো
ছড়িয়ে-ছিটিয়ে গেলে শহর,পল্লীর সব বাজার-ঘাট!
ভুলে যাচ্ছে সব ওয়াদা মনে প্রচুর বল ফিরে এলো
আমার কিচ্ছু হয়নি হবেও না সৃষ্টিকর্তা বুঝি শুনেছেন

তবে আত্মীয়-পরিজনের কারো হোক না এই ব্যধি
রাজ্য ছাড়া করে দিবো,ছুঁবো না কেউ
মরে মরুক,মরে গেলে লাশ পরে থাকে থাকুক
আমি তো আর মরছি না!

আমরা বড্ড অকৃতজ্ঞ
সৃষ্টিকর্তার প্রতি
সম্পর্কের প্রতি
রক্তের প্রতি
সমাজের প্রতি
দেশের প্রতি
বিশ্বের প্রতি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here