সাম্যের কবি-জেসমিন জাহান এর ঈদ উৎসবের লিখা কবিতা“হেসে ওঠো চন্দ্রিমা”

296
সাম্যের কবি-জেসমিন জাহান এর ঈদ উৎসবের লিখা কবিতা “হেসে ওঠো চন্দ্রিমা”

হেসে ওঠো চন্দ্রিমা

              জেসমিন জাহান

জীবনের বেলাভূমি এখন ধূসর
পোড়া দুচোখে দাউ দাউ আগুন
জন্ম- জন্মান্তরের তৃষ্ণা নিয়ে
কেটেছে অনন্ত প্রহর।

মধ্যাহ্নের দহন এখন পোড়ায় না
চঞ্চল চোখ আঁকে না কোনো স্বপ্ন
প্রমত্ত ঢেউ আছড়ে পড়ে না কূলে
অখণ্ড নিরবতা এখন
ঘিরে আছে সমস্ত অবয়ব জুড়ে
উত্তাল সাগরের ফেনায় লেখা
আষাঢ়ের উদ্দাম পঙক্তিমালা
এখন ভাদ্রমাসের জল টলটল
নিস্তরঙ্গ শান্ত এক পুকুর।

সুনীল আকাশের রঙ এখন ফিকে
মেঘে মেঘে কেবল বজ্রের খেলা
ঈদের খুশিতেও ঝলমল করে না
শাওয়ালের স্তব্দ সন্ধ্যা
ভয়াল রাতের বাতাস ভারী হয়
অক্সিজেন সংকটে কাতর ফুসফুস
প্রাণ খোঁজে আজ প্রাণের স্পর্শ।

পৃথিবী, তুমি আবার উঠো হেসে
জোছনা মেখে সুন্দরী হোক রাত
মেঘ উড়ে যাক দূর দিগন্তে ভেসে
মুচকি হেসে উঠুক বাঁকা চাঁদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here