তবুও তুমিই আমার
অর্ণব আশিক
কী সাংঘাতিক তুমি
খেয়েছো সব জোছনা ঘুমন্ত ভালোবাসায়,
নতুন পথের দিশা, যদিও কঠিন
তেষ্টায় সব প্রহর খাঁ খাঁ
তবুও তুমিই আমার।
নতুন স্টেশন কিছুটা অচেনাতো হবেই
নতুন খেলনাও অপরিচিত থাকে
শুধু লেগে থাকা, হৃদয়ের জানালায় বৃষ্টির ফোটার মত অবেলায়
এই হলো প্রেম, যাপিত জীবন
স্বপ্ন আর বাস্তবের আঁধিয়ায়।
ডুবোনা আঁধারের ঘোরে, আঁধারের ছায়া শুধুই অলীক
অপেক্ষা শুধু মলয়ের, মরুতের ক্ষিতির
জানি তুমি আছো তোমাতেই, তুমি এক শুষ্ক মরুভূমি।