এফিটাফ
মুনমুন দেব
অসংযত এক দমকা হাওয়ায়
আকস্মিক সব পাতা ঝরে গেলে
পড়ে থাকুক না কিছু অসমাপ্ত চুম্বনের দাগ!
ভালবাসা নদী ছুঁলে সমুদ্র পিপাসু হয় বুঝি!
শরীরের ভাষা বোঝে, কি দায় তার!
কেবল খনির ভেতরে জেগে থাকা
ঐ লাল পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকুক অনন্তকাল,
অন্তরালে কিংবা নীলিমায়…
বিশ্বাস যেখানে রক্তাক্ত দেহ খালি হওয়া তুন
শীত সেখানে প্রধান ঋতু বসন্ত হোক না খুন ।