বুনোহাঁস
******** নাসরিন জাহান মাধুরী
এক ঝাঁক বুনোহাঁস সোনালি কালোয় মিশেল
দলবেঁধে ঝাঁপ দিলো পুকুরে–
অবাধে সাঁতরে যাচ্ছে এপার থেকে ওপারে–
জলে ঢেউয়ের কাঁপন।
ডুব সাঁতারে চলে যায় অতলে।
তুলে আনে জীবনের আস্বাদন।
মনের সহস্র বুনোহাঁস ঝাঁপ দেয় কারো
হৃদয় পুকুরে–
অবাধে সাঁতার কাটে এপারে ওপারে
কাঁপন জাগে হৃদপুকুরে–
বার বার ডুব দেয়–
প্রতিবারে তুলে আনে হৃদয়ের অতল থেকে
ভালোবাসার মণিমুক্তা —
রাখে তারে আদরে যতনে–
জীবনের আস্বাদন।