বিষখালী নদী
-শাহীন রায়হান
……
রূপ-রূপালী রূপের বন্যা স্নিগ্ধ জলের ধারা
কে তুলে যায় মৃদু ঢেউয়ে দু’কূল জুড়ে সাড়া
কে ধুয়ে দেয় বন পাদুকা হীরক বরণ বালি
কে এঁকে যায় স্বপ্ন বুকে? মালতি বিষখালী।
শন শন শন ঝাউয়ের শাখায় পাখির অানাগোনা
তোমার সাথে বনপাখিদের প্রেমের স্বপ্ন বোনা।
রূপ রূপ রূপ রূপার ইলিশ নৌকা সারি সারি
গাঙচিলেরা তোমায় ছুঁয়ে আকাশটা দেয় পাড়ি।
মন ভরানো প্রাণ তটিনী তোমার শীতল জলে
রাত জেগে চাঁদ হিমেল হাওয়ায় মনের কথা বলে।
তোমার চরে আছড়ে পড়ে স্মৃতির জলরাশি
প্রিয়তম নদী তোমায় বড্ড ভালোবাসি।