ফুল
আশিস মিশ্র
যে ফুল পথপাশে ফুটেছে, তার কোনো
অসুখ করেনি।সে তো দিব্যি আছে ;তবে আজ কার জ্বর, কার সুখ? কার যেন
কান্না ভেসে আসে।মৃত্যুবাসী, অনুভবে
সব ছেদ টেনে বসে আছি। চলাচল
স্তব্ধ হয়ে যায়, পাকৃতিক সুর যতো
স্বাধীনতা পেয়ে উড়ে ছিলো দুই পারে
তারা আজ আমাদের ছেড়ে গেছে!কতো
আর বন্দী হবো,ডানা মেলা এ সংসারে।
তবু ফুল খেলা শেষ হয়নি কখনো
চৈত্রের বাতাসে আশা জেগেছে;ও ভাষা
ভালো থেকো কবিতায়;কলম-কাননে।
চোখে ডুব দিয়ে থাকি,ভাঙি সর্বনাশা…
খুব সুন্দর লেখা ।