আবার বসন্ত
ছন্দা দাশ
ইচ্ছে যখন হলো
রাত পেরিয়ে দিনের শুরু
দরজা এবার খোল।
দরজা খোলা থাক
অভিমানের মেঘগুলো সব
হাওয়ায় ভেসে যাক।
ভাবছো এবার কি?
এমনি বুঝি বাজবে সেতার
এমন হয় না কি?
বাজাও সুরের তান
আকাশ-বাতাস এক হয়ে যাক
বৃন্দাবনি গান ।
ছন্দা দাশ
ইচ্ছে যখন হলো
রাত পেরিয়ে দিনের শুরু
দরজা এবার খোল।
দরজা খোলা থাক
অভিমানের মেঘগুলো সব
হাওয়ায় ভেসে যাক।
ভাবছো এবার কি?
এমনি বুঝি বাজবে সেতার
এমন হয় না কি?
বাজাও সুরের তান
আকাশ-বাতাস এক হয়ে যাক
বৃন্দাবনি গান ।