“আবার বসন্ত ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি ছন্দা দাশ জুন ১৬, ২০২০492ShareFacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL “আবার বসন্ত ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি ছন্দা দাশ আবার বসন্তছন্দা দাশইচ্ছে যখন হলো রাত পেরিয়ে দিনের শুরু দরজা এবার খোল।দরজা খোলা থাক অভিমানের মেঘগুলো সব হাওয়ায় ভেসে যাক।ভাবছো এবার কি? এমনি বুঝি বাজবে সেতার এমন হয় না কি?বাজাও সুরের তান আকাশ-বাতাস এক হয়ে যাক বৃন্দাবনি গান ।