বরই গাছে চড়ুই পাখি
নাসরিন আক্তার
বরই গাছে চড়ুই পাখি
ঘরের চালে কাক,
আমের ডালে দুপুর বেলা
ঘুঘু পাখির ডাক।
মা গিয়েছে পুকুর ঘাটে
উঠান ভরা ধান,
খুকুর হাতে তেলের শিশি
ভেঙে খান খান।
তেল খেয়েছে তেলাপোকা
ধান খেয়েছে কাকে,
খুকুসোনার কান্না দেখে
বৃষ্টি নামে জেঁকে।