সভ্যতা গড়ার অন্যতম সারথি ওপার বাংলার- সেখ এনায়েৎ আলি’র কবিতা “সব চরিত্র কাল্পনিক”

731
সেখ এনায়েৎ আলি’র কবিতা “সব চরিত্র কাল্পনিক”

সব চরিত্র কাল্পনিক
সেখ এনায়েৎ আলি

প্রতি মুহূর্তে বেঁচে থাকার এক একটা লড়াইয়ের নাম স্বাধীনতা।
পৃথিবীর মানচিত্রে রেখা টানা সীমানা
এক একটা ভূখণ্ড মাত্র;
ওই ভূখণ্ডের বাসিন্দাদের সামাজিক সাম্যের অবস্থান,
রাজার রাজত্বে আমরা সবাই রাজা _
এই মনোভাবাসম্পন্ন উদারপন্থী চিন্তাধারার নাম স্বাধীনতা।

অক্টোপাসের আটপৌরে ঔপনিবেশিকতাবাদ
ভিন্নরূপে প্রতিভাত গিরগিটির রঙে।
শাসক পাল্টায়, কিন্তু শোষণ?

কত তন্ত্রের তন্ত্রসাধক তান্ত্রিকের দল
দক্ষ বাজিকরের মতো ছাগশিশুর তিন নম্বর বাচ্চাকে
নেচেকুঁদে বাঁচার প্রশিক্ষণ দিচ্ছে প্রতিনিয়ত…

ক্যালেন্ডারের পাঁজরে লাল রঙে রাঙানো
তোমার প্রাপ্তির দিনকে উৎসবের মোড়কে উৎসর্গ করা
ছেলেভোলানো নির্লিপ্ত হাতের মোয়া
বড়ই বেমানান লাগে।

শোষণের শাসনে, শাণিত কৃপাণে,
শ্মশান শান্তি নীরবতায়, কুম্ভকর্ণ ঘুমে আচ্ছন্ন।
প্রতিবাদের মিছিলে সবাই পা মেলায় এক নিয়তে,
অথচ নিয়তির ভিন্নতায় কেউ শহীদের দলে,
আবার কেউ থেকে যায় অন্তরালে,
বিলম্বিত লয়ে হয় বিলীন।

তিলকে মনে না রেখে তিলোত্তমার প্রাধান্য;
তাই তিলোত্তমার কাছে আবেদন,
টাইম মেশিনে চড়ে ফিরে তাকাও
তিল তিল করে জমানো, জেগে দেখা স্বপ্ন,
ঘুমস্বপ্নের বিলাসিতায় যেন না হয় বিলীন…

তবেই প্রাপ্তির তালিকায় সার্থক হোক
তোমার বিজয়ের দিন।

কপিরাইট – সেখ এনায়েৎ আলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here