“সোহাগের চাঁদরে—❤️” লিখেছেন আমেরিকার লস্ এঞ্জেলস থেকে কবি ও লেখক হাজেরা বেগম ।

491
আমেরিকার লস্ এঞ্জেলস থেকে কবি ও লেখক হাজেরা বেগম

সোহাগের চাঁদরে—❤️

                                   হাজেরা বেগম—☘️

~~~~~~~~~~~~~~~~~
ভালোবেসে দে পড়িয়ে দে
এ গলে তোর সোহাগের কদম ফুল
সঙ্গে দিবি কি একটু খানি-
—আলতা সিঁদুর আর কানের দুল
-ভালোবাসার রঙ মেখে দে ছুঁয়ে দে
——————ভেঙ্গে আমার ভুল
লাল নীল দ্যুতি ছড়াক অঙ্গে অঙ্গে
————-কাঁপুক এ হিয়া থর থরে
—সোহাগের চাঁদরে জড়িয়ে থাক এ
——————অঙ্গ অঙ্গেরই সাথে
জড়ালে তুমি আজ মোরে
——ভালোবাসায় সোহাগে আদরে
নতুন ভালবাসার জন্ম হউক-
——— তোমার আমার জগত জুড়ে—❤️
(… .. স্বপ্ন বিলাস)
Copyrights @ H Begum

1 COMMENT

  1. অনেক ভালোবাসা শুভেচ্ছা সকল বন্ধুদের ও জনাব আশিকুর রহমান সাহেব কে-🌷
    * সোহাগের চাঁদরে———❤️ দৈনিক আলাপ এ এই লেখা প্রকাশিত করার জন্য। দৈনিক আলাপের সকল বন্ধুদের জন্য রইলো শুভ কামনা এবং প্রত্রিকার সার্বিক উন্নতি কামনা করি—🌹
    শুভেচ্ছা অন্তে—হাজেরা বেগম☘️
    06-07-2019/LA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here