ভোরের আলো
শারমিন আ-ছেমা সিদ্দিকী
আকাশ ভরা তারার মেলা
চাঁদ করে সাথে খেলা,
ভোরের আলো সাথে নিয়ে তুমি
আমার ঘর করলে উজালা।
এই দিনেতেই আল্লাহ আমায়
তোমায় দিলেন উপহার,
দোয়া রইল বিশ্ববাসীর কল্যাণে
তুমি থাকবে নির্বিকার।
জীবন যুদ্ধে লড়াই করে
সত্যের পথে থেকো,
আল্লাহ তোমার হবে সহায়
কভু ভয় পেওনাকো।
আগলে রেখো সব আপনদের
তোমার হৃদয় মাঝে,
হতেই হবে মায়ার সেতু
বন্ধন ধরে রাখতে।