সাহিত্যের অন্যতম সারথি-হামিদা বানুর ভিন্নধর্মী কবিতা “হেঁটে যাবো”

216
সাহিত্যের অন্যতম সারথি- হামিদা বানুর ভিন্নধর্মী কবিতা “হেঁটে যাবো”

হেঁটে যাবো
হামিদা বানু

আনুগত্যে ভরসা রাখো জীবন তোমার উতরে যাবে
কি হতে চাও যা খেতে চাও জানাও শুধু সগৌরবে।
সবার মাঝে সত্যিকথা বলবে নাকি সাহস করে?
ভেবে দেখো হাতের মোয়া ফস্কে যাবে অবাধ ঘোরে।
বিগ বস বা পাড়ার মহান কারো কাছে হারবেনা ভাই
সত্যিটাকে আমল দিলে বারোআনা সব টুকু ছাই।
এই যে তুমি বিদ্যে বোঝাই, হবেনা আর বাবুমশাই,
সময় আছে এখন হাতে,ধরতে হবে শক্ত লাটাই।
ভালোই আছি তেলে জলে ঝুঁকছে মাথা নুয়ে পড়ে
কি আর কঠিন পদ্য লেখা পীঠ তো ভাঙা তাইতো নড়ে।
‘ ঘোড়ার গাড়ি’ লাগবেনাতো আমি বাপু হেঁটে যাবো
বাহাদুরি নেইতো আমার,আমি না’হয় তুচ্ছ রবো।


লেখক পরিচিতি :-হামিদা বানুর ( ভারত ) কবিতা কলকাতা বই মেলার লিটিল ম্যাগাজিনে বেরিয়েছে।

লেখকের একটি কবিতার বই বের হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here