কবি আয়েশা মুন্নিএর একটি কবিতা “বিবাদের ঘ্রাণ”

535
কবি আয়েশা মুন্নিএর একটি কবিতা “বিবাদের ঘ্রাণ”

বিবাদের ঘ্রাণ

           আয়েশা মুন্নি

চোখের বিচ্চুরিত আবেগের বিষণ্নতায়
নিমগ্ন হৃদপিণ্ডে শূন্যের অভিমান।
পদ বিন্যাসে বাজে বিরহী ভায়োলিন।
উচ্চতার সর্বোচ্চ গভীরে
কেবলই শূন্যতার আনাগোনা!
শৃঙ্খলিত বিবাদের ঘ্রাণে আত্মজদের আত্মাকাঁপানো উত্তেজনা।
অন্তরীণ মহাশব্দের অমর বাণীতে সম্পাদকীয় কলাম।
শতাব্দীকাল ধরে অনল দহনে হেঁটে চলেছি বিরান পথে…
ক্ষয়ে যাওয়া নক্ষত্রের সৌধ গড়েছি একান্তে,
নিজস্ব ব্যাকরণে…
আমার জাগতিক সুখে আমৃত্যু গ্রহণকাল।
অগ্নি ক্ষোভে মৌলিক অধিকারেরা স্বপ্নে হাঁটে
জিরো টলারেন্স পঁচানব্বই হাজার বর্গমাইল দূরত্বে …
বিষুবরেখা কিংবা পুলসিরাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here