হে যুদ্ধ শিশুর
সাহানুকা হাসান শিখা
তুমি হলে বাংলাদেশের
বীরাঙ্গনার বীর সন্তান।
তোমার মাথায় আজ
বিজয়ের তাজ।
কোথাও নেই কোন হীনমন্যতা
অসন্মান অথবা লাজ।
তুমি হলে আগুন শিশু
তোমার শরীরে বুলেট,
জন্মের পর সবার কানে আসে
আজানের ধ্বনী।
তোমার কানে এসেছে,
কামানের ধ্বনী।
তাই তুমি এতো শক্তিশালী
এই বাংলার প্রতিটি ঘরে
হয়েছে তোমার আকিকা।
চেয়ে দেখো বিশ্বজিত তুমি
তুমি তো নও একা!!
আকাশ জুড়ে লেলিহান শিখা
মায়ের কপালে রক্ত টিকা।
তুমি হতে পারো মায়ের
কলঙ্ক রেখা।
হে যুদ্ধ শিশু তুমি আমাদের গর্ব
তোমাকে নিয়েই স্বপ্ন দেখা।